• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

বাঘায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আড়ানীতে পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মে) সকাল ১০টায় আড়ানী শাখার বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ও স্থানীয় আওয়ামী লীগের নেতামর্কীরা র‌্যালিতে অংশ গ্রহণ করে।

র‌্যালী শেষে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পুঠিয়ার আড়ানী শাখার বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রাজা প্রামানিক। ইউনিয়নের উপদেষ্টা রায়হান কবিরের পরিচালনা প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা যুবলীগের সভাপতি ও ৫ জুন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুব লীগের সভাপতি জুয়েল আলী, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আবদুল হাকিম টুটুল, প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার, কাউন্সিলর রবিউল ইসলাম, নওশাদ আলী, আশাদুজ্জামান রানা, শ্রমিক নেতা মিলন সরকার, রবিউল ইসলাম, সোহেল রানা (বড়), সোহেল রানা  ছোট), জনি কর্মকার, আবদুস সালাম, কলিন্স আহম্মদ, মিলন হোসেন, রুহুল আমিন, তসলিম প্রামানিক, এরশাদ আলী, লালন ফকির, ফজল আলী, সঞ্জয় হালদার, শ্রীনাথ দাস, সুশান্ত প্রামানিক প্রমুখ।


আরো খবর