• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

ভাঙ্গায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৪ জুন, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় শনিবার মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে।  ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন গাড়িটির চালক, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন মাইক্রোবাসের আরোহীরা। বেলা ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম ওভারব্রিজের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে।

ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়।

তিনি বলেন, ‘আমরা লাশ শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মাইক্রোবাসের চালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আরো খবর