• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

মাদক হলো অন্য অপরাধের সিড়ি,যুবসমাজকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে : রাজশাহী বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর বলেছেন, মাদক হলো অন্য অপরাধের সিড়ি, যুবসমাজকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অপরদিকে ইভটিজিং রোধ করতে জেলার আইন শৃংখলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এছাড়া বাল্যবিবাহ রোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে। সকলকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁড়াউ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোহাম্মদ শহিদ, ইউএনও মোসাঃ তাছমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন প্রমূখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, নারী শ্রমিক, ইউপি চেয়ারম্যান, সচিব, ইমাম, কাজী ও পুরোহিত নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর।


আরো খবর