• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১২ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
দেশের নাগরিকত্ব ছাড়ার শর্তে ভিনদেশের নাগরিক হলে এনআইডি নয় ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন: ওবায়দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ বিশ্ব ‘মা’ দিবসে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা মাকে সম্মান করুন, ভালোবাসুন : আসাদ পবা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী ও মানজাল এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: জেলা প্রশাসক পবায় ক্ষুদ্র ও প্রাস্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৮৫.৭২

রাজশাহীতে নার্সিং আন্ত:কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন’র উদ্যোগে রাজশাহীস্থ নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের ছাত্রদের টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ।

তাপপ্রবাহকে স্মরণ করে এ জাতীয় টুর্নামেন্ট সকাল সকাল করার তাগিদ দিয়ে প্রধান অতিথি এমপি আসাদ মেধা ও মননে শৈল্পিক বৃত্তির বিকাশ সাধনে খেলাধুলা চর্চার গুরুত্ব তুলেধরে নার্সিং শিক্ষার্থীদের পেশা ও মেধার সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন রাজশাহী চ্যাপ্টার সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, মমতা নার্সিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি শাহাদুতুন নুর লাকী, নিউরন কোচিং সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম, রাজশাহী ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ বেকার নার্সেস এসোসিয়েশন এর সভাপতি রাজু সরকার প্রমুখ।

টুর্নামেন্টে মমতা নার্সিং ইন্সটিটিউটের সাথে এম রহমান নার্সিং কলেজের প্রতিদ্বন্দ্বিতায় এম রহমান জয়ী হয়। উদ্বোধনী দলে রাজশাহী নার্সিং কলেজকে পরাজিত করে হেলথ কেয়ার নার্সিং কলেজ জয়ী হয়। একই দিনে ডায়াবেটিক নার্সিং কলেজ বনলতা নার্সিং ইন্সটিটিউকে হারিয়ে জয়ী হয়। শেষার্ধে উদয়ন নার্সিং কলেজ ডা. জুবাইদা নার্সিং ইন্সটিটিউটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান সাগরের সার্বিক সহযোগিতায় এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। আগামী ৩০ এপ্রিল চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।


আরো খবর