• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে নৌকার পক্ষে স্বাচিপ কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ  

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গনসংযোগ করলেন কেন্দ্রিয় স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দীন চৌধুরী ও স্বাচিপ মহাসচিব ডা. কামরুল হাসান মিলন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণসংযোগ শুরু করে লক্ষিপুর মোড় পর্যন্ত পথচারী, রিক্সাচালক সহ বিভিন্ন শ্রেনির মানুষের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। তারা রাসিকের সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন। তারা বলেন, এবার নৌকার জয় হলে রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থান হবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ রাজশাহী বিভাগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, জেলা সভাপিত ডা.চিন্ময় কান্তি দাস, রামেক সভাপতি ডা. মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। গনসংযোগ শেষে স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দের সাথে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তারা। নেতৃবৃন্দ আওয়ামী লীগের স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরেন এবং এই

ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।


আরো খবর