• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

রাজশাহীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক

বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর সন্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ক্যালেন্ডার অনুযায়ী ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিম, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হোসেন, ডিজিএম, বিসিক জেলা কার্যালয়, রাজশাহী। এছাড়াও কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, প্রমোশন কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, রাজশাহী।

মোট ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে নারী ১১ জন, পুরুষ ১৪ জন অংশগ্রহণ করছেন। আগামী ৯ নভেম্বর  প্রশিক্ষণের সমাপ্তি হবে।


আরো খবর