• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে ১৮০ গ্রাম হিরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা সভা মসজিদ-মন্দিরের বরাদ্দে নয়-ছয় : মহাদেবপুরে পিআইও’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ রাবিতে চলছে চাকরির মেলা, থাকছে প্রাণসহ ৩৭টি কোম্পানি উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে ১৪০ শতাংশ: টিআইবি সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন ডলারের দাম বাড়ার অজুহাতে মসলার বাজার ঊর্ধ্বমুখী ২ বিভাগে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয় ২য় ধাপের উপজেলা নির্বাচনে মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪২.৪ ডিগ্রিতে উঠল ঈশ্বরদীর তাপমাত্রা, জনজীবনে নাভিশ্বাস

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈশ্বরদীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা অতি তীব্র তাপপ্রবাহ। এটা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সবার প্রাণ যেন ওষ্ঠাগত। জনসাধারণের নাভিশ্বাস অবস্থা। একই অবস্থা প্রাণিকুলেও। সকাল থেকে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই সূর্যের গরম তাপ, বাতাসে আগুনের মতো দমকা হাওয়া যেন জনজীবন অতিষ্ঠ করে ফেলছে।

সাধারণ খেটে খাওয়া কর্মজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তবে খুব প্রয়োজন ছাড়া অনেকে বাইরে বের হচ্ছেন না। সড়কপথে ছোট বড় পরিবহনের সংখ্যা একদমই কম। ঈশ্বরদী থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীবাহী ট্রেনগুলো নিদিষ্ট সময়ের চেয়ে কিছুটা বিলম্বে চলাচল করছে।

নাজমুল হক রঞ্জন জানান, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আরো খবর