• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে ১৮০ গ্রাম হিরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা সভা মসজিদ-মন্দিরের বরাদ্দে নয়-ছয় : মহাদেবপুরে পিআইও’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ রাবিতে চলছে চাকরির মেলা, থাকছে প্রাণসহ ৩৭টি কোম্পানি উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে ১৪০ শতাংশ: টিআইবি সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন ডলারের দাম বাড়ার অজুহাতে মসলার বাজার ঊর্ধ্বমুখী ২ বিভাগে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয় ২য় ধাপের উপজেলা নির্বাচনে মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে এক তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ফুট নিচে তলিয়ে রনি বর্মন (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক তরুণের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সাড়ে ৫ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

রনি বর্মন হচ্ছে জেলার নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মনের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুর নামক স্থানে।

স্থানীয়রা জানায়, মানষিক ভারসাম্যহীন রনি বর্মন বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘুরাঘুরি করছিল। কিন্তু পরিত্যক্ত নলকূপের পাইপের মুখে কোন ঢাকনা না থাকায় রনি বর্মন পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ ফুট নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় সাড়ে ৫ঘন্টা পর বিকেল সেয়া ৪টার দিকে রনি বর্মনের মরদেহ পাইপের মধ্য হতে উদ্ধার করে। নাচোল থানার ওসি মোঃ তারেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আরো খবর