• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম কনা (৩৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ। গ্রেপ্তার সাইফুল লালমনিরহাট সদরের পানির ট্যাংকি খোচাবাড়ী গ্রামের অলির ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, গত বুধবার বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোডে ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে জনৈক টুটুলের বিকাশের দোকানের সামনে অবস্থানরত সাইফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। সান্তাহার পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ টি ১০০০ টাকার নোট, ৩৬টি ৫০০ টাকার নোট ও ২০ টি ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ৭২ হাজার টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাল নোটগুলো জব্দ দেখানো এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর