• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে তৃষ্ণার্ত মানুষের মাঝে আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থার স্যালাইন যুক্ত পানি 

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্রচন্ড তাপ দাহে জনজীবন বিপর্যস্ত জনজীবন। সবচাইতে বেশি কষ্ট হচ্ছে খেটে খাওয়া দিনমজুর এবং রিক্সা- চালক, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উপার্জন করে।তাদের কথা চিন্তা করে, রোদ থেকে বাঁচার জন্য ক্যাপ ও তৃষ্ণা নিবারণের জন্য লেবু ও স্যালাইনযুক্ত পানি বিতরণ করে যাচ্ছে আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থা (আনাশিউস)। আমাদের এই উদ্যোগকে অনেকেই হয়তো তাদের পাশে দাঁড়াবেন,তবে শুরু করাটা যেন আনাশিউস- এর জন্য সুফল বয়ে এনেছেন।
আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থা (আনাশিউস) সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সুমি মুর্মু।
তিনি আরো বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহীবাসী অনেক কষ্ট পাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে পানি-স্যালাইন ও বিস্কুট বিতরণ করছি। এক হাজার পথচারি, রিকশাচালক ও যাত্রীদের মাঝে পানি ও স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে। আমাদের এই সেবা শ্রমজীবীসহ সকলের জন্য উন্মুক্ত। চলমান তাপপ্রবাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
পাশাপাশি হিটস্ট্রোক থেকে বাঁচতে ও স্বাস্থ্য সুরক্ষায় রাখতে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চলছে।


আরো খবর