• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

মরহুম গোলাম হোসেনের আত্মার মুক্তি কামনায় শিক্ষা স্কুলে ইফতার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অবস্থিত প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আল মামুন বাদশার প্রয়াত চাচা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব এবং শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মরহুম গোলাম হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বাদ আসর স্মৃতিচারণ, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

দোআ ও ইফতার পূর্বে মরহুমের সংক্তিপ্ত স্মৃতিচারণ পর্বে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.মো. ইব্রাহীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগর শাখার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাহাতাব আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মো. মেরাজুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট রফিকুল আলম, দৈনিক সানশাইনের বার্তা সম্পাদক মামুন-অর-রশীদ, সাংবাদিক নেতা অ্যাড. আসলাম-উদ-দৌলা, হাবিব আহমেদ, সাংবাদিক রেজা, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, হড়গ্রাম কোর্ট কলেজ পাড়া জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, হড়গ্রাম কাঁচাবাজার ব্যবসায়ীদের সংগঠন একতা সমবায় সমিতির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও কমিটির অন্যান্য সদস্য, কিশোর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মামুনাল ইসলাম জেট, ফুটবল খেলোয়াড়, আব্দুল হাফিজ, মাহমুদ, টুটুল, বাবু, আজিম, মখলেসসহ শতাধিক ব্যক্তিবর্গ।


আরো খবর